মোবাইলে কোড এডিটর ব্যবহার মোবাইলে ওয়েব ডিজাইন শেখা সম্ভব এটা অনেকেই জানেন না বা বিশ্বাসও করতে চাইবে না।আসলেই মোবাইল দিয়ে কোডিং করা সম্ভব। আমার ব্যক্তিগত জীবনে আমি নিজেও প্রথমে কোডিং করি মোবাইলে। অনেক ভালো ভালো মোবাইল এপস আছে যেগুলো দিয়ে কোডিং করা যায়। তবে , মোবাইলে বেশি কোড মানে অনেকগুলো পেজ একসাথে নিয়ে কাজ করলে মোবাইলের কোড এডিটর স্লো কাজ করে ।এটা আমার জন্য অনেক উপকারী এপস কারণ যখন চেয়ারে বসতে বসতে কষ্ট হয়ে যায় কিংবা অলস সময় কিংবা বিশ্রাম নিতে নিতে এটি ব্যবহার করা যায়।
💝 এই যে এপসটি আপনি এখন পড়তেছেন তার ৮০ ভাগ কাজই প্রায় Spck code Editor দিয়ে করা হয়েছে।
* Playstore এ code editor লিখে সার্চ করলে অনেক এপস পেয়ে যাবেন।
আমি ব্যবহার করি নিন্মের এপস দুটি
Spck code Editor DownloadAcode code EditorDownload আমরা মোবাইলে কোডিং করার সময়
Spck code Editor ব্যবহার করব। Spck code Editor Install & Setup Video দেখুন Acode code Editor Install & Setup Video দেখুন